News Updates :
Notice
Events

Welcome to Uttarpara Amarendra Vidyapith

From the desk of Headmaster

From the desk of Asst. Headmaster

-: সহ-প্রধান শিক্ষক মহাশয়ের দপ্তর থেকে :-

আজ উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের ইতিহাসে অন্যতম উজ্জ্বল দিন।  বিদ্যাপীঠে দীর্ঘদিন শিক্ষকতা করার অভিজ্ঞতায় আজকের দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। বর্তমানে সহ-প্রধান শিক্ষক হিসাবে বিদ্যালয়ের ওয়েবসাইট বা জালাধান নব কলেবরে উদ্বোধন হওয়ায় গর্ব অনুভব করছি। ইংরেজি নববর্ষে নবউদ্যেগে, নতুন কাঠামোয় ওয়েবসাইটের শুভ উদ্বোধন তাই অনন্য ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছি আমরা।

এই ওয়েবসাইটের মাধ্যমে একদিকে যেমন বর্তমান ও প্রাক্তন ছাত্ররা তথ্যাদি প্রাপ্ত হবে তেমনি অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ বিদ্যাপীঠের সঙ্গে তাদের যোগাযোগকে নিবিড়তর করতে পারবেন। বিভিন্ন শ্রেনিতে ভর্তির তথ্য, ভর্তির ফর্ম যেমন উপলব্ধ হবে তেমনি পরীক্ষার ফলাফলও জানতে পারা যাবে। বিদ্যাপীঠের অনুষ্ঠানসূচি থেকে শুরু করে ক্রীড়া, প্রত্রিকা প্রভৃতি প্রায় সব বিষয়েই সর্বশেষ তথ্য জানার সুযোগ থাকবে। বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা যেমন জানা যাবে এই আধুনিকতম প্রযুক্তির মাধ্যমে তেমনি আগামিদিনে ফেসবুক, টুইটার প্রভৃতির মাধ্যমে শুভানুধ্যায়ীদের মূল্যবান পরামর্শ, মতামত উঠে আসবে জনসমক্ষে। জনগণের সম্পদ এই ঐতিহ্যমন্ডিত বিদ্যাপীঠ যুগোপযোগী করে তলার লক্ষ্যে, উৎকর্ষতার শীর্ষবিন্দুতে নিয়ে যাবার প্রচেষ্টায় Internet বা আন্তর্জালিক সংযোগব্যবস্থার সংযোজন এক নতুন অধ্যায়ের সূচনা করল। এই শুভ মাহেন্দ্রক্ষণে ছাত্র-অভিভাবক-অভিভাবিকা-শুভানুধ্যায়ী সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। শিক্ষক-শিক্ষিকা-শিক্ষকর্মীবৃন্দের সক্রিয় সহযোগিতার জন্য জানাই ধন্যবাদ। আসুন আমরা সকলে এই বিদ্যালয়কে সুন্দরতর করে গড়ে তুলি।

নমস্কার, ধন্যবাদ ও অভিনন্দনসহ -  

সহ-প্রধান শিক্ষক |  উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ  

News
Downloads

Thought of the day

I am often amazed at how much more capability and enthusiasm for science there is among elementary school youngsters than among college students.

Carl Sagan

Mon
Tue
Wed
Thu
Fri
Sat
Sun